শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নেতৃত্বের দ্বন্দ্বে হত্যা ৩ জেএমবি সদস্যের মৃত্যু ৪ জনের যাবজ্জীবন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৯, ১২:০১ এএম

 চাঁপাইনবাবগঞ্জে জেএমবি নেতা রহুল আমিন ওরফে সালমান হত্যা মামলায় তিন জেএমবি সদস্যকে মৃত্যুদ- ও চারজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। সেই সঙ্গে যাবজ্জীবন দ-প্রাপ্তদের এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। নিহত জেএমবি নেতা ঢাকার ধানমন্ডি এলাকার আসগর আলীর ছেলে।

মৃত্যুদ-প্রাপ্তরা হলো, জেলার নাচোল উপজেলার চানপাড়া গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে মো. সানোয়ার হোসেন (৩৭), গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম রাজারামপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৯) ও একই এলাকার বালুগ্রাম দক্ষিণটোলা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে আব্দুস শুকুর ওরফে শুকুর (৩৯) এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শামসুল হক (৩৩), নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল মোতাকব্বির ওরফে সনি (৩৩), গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৯) ও একই এলাকার নিমতলা ঘন্টুটোলা গ্রামের মো. মাহতাবের ছেলে মো. শামীম (৩৫)।
এবং যাবজ্জীবন কারাদ- প্রাপ্তরা হলো, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোগলা গোপালনগর গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. শামসুল হক (৩৩), নওগাঁ জেলার মান্দা উপজেলার শিবনগর গ্রামের ইয়াসিন আলীর ছেলে আব্দুল মোতাকব্বির ওরফে সনি (৩৩), গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩৯) ও একই এলাকার নিমতলা ঘন্টুটোলা গ্রামের মো. মাহতাবের ছেলে মো. শামীম (৩৫)। রায় ঘোষণার সময় ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদ-প্রাপ্ত সানোয়ার পলাতক রয়েছেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি আঞ্জুমান আরা বলেন, জেএমবির অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্বের জেরে ২০১২ সালের ২৬ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সালমানকে হত্যা করা হয়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন