বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শিবগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

প্রকাশের সময় : ২৪ জুন, ২০১৬, ১২:০০ এএম

শিবগঞ্জ  উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক বজ্রপাতে এক স্কুলছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের সুনামঘাটা গ্রামের ধোপাই বারীর ছেলে কালাই বারী, কালাইচর গ্রামের আহমেদ আলী সরদারের ছেলে তালেব আলী সরদার, গুচ্ছগ্রাম খাসেরহাট গ্রামের সোনামুদ্দীন খানের ছেলে হারুন খান ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কদলতলা জমিনপুর গ্রামের জোঞ্জালীর ছেলে রফিকুল ইসলাম। এছাড়া একই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায় দুর্লভপুর বাজার এলাকার তাজমুল হকের মেয়ে ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্রী বুলি খাতুন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এসময় শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের একটি খড়ের ঘরে রফিক, কালাইবারী, তালেব আলী ও হারুন খান আশ্রয় নেন। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তাদের চারজনের মৃত্যু হয়। স্থানীয়রা আরো জানায়, নিহত কালাই বারী, তালেব আলী ও হারুন খান তাবলীগ জামায়াতের সাথে ওই এলাকায় এসেছিলেন।
এদিকে বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার  অফিসার ইনচার্জ রমজান আলী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন