শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

খিলক্ষেতে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশের সময় : ২৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর খিলক্ষেত থেকে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল- বকতার আহমেদ ও নুর আলম ওরফে টিটু। তারা ঢাকা ও ঢাকার বাইরে ইয়াবা বিক্রি করে।  
ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জমান জানান, বৃহস্পতিবার রাতে খিলক্ষেত এলাকায় একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গাড়ি থেকে বকতার আহমেদ ও নুর আলমকে গ্রেফতার করে পুলিশ।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন টেকনাফ সীমান্ত থেকে গাড়িতে করে ইয়াবা নিয়ে আসে। পরে ঢাকা ও ঢাকার আশপাশের জেলায় পাইকারী ও খুচরা বিক্রি করে। সংঘবদ্ধ এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। তাদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন