শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বৃটেনে নারীদের রেকর্ড বিজয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৩ পিএম

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা প্রায় শেষ। এখনও কিছু আসনে ফল ঘোষণার বাকি আছে। অভাবনীয় ব্যবধানে জয় পেলেন ব্রেক্সিটের পক্ষে লড়াই করা বরিস জনসনের দল কনজারভেটিভ পার্টি। ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের সামনে ব্রেক্সিট সম্পাদনের সব বাধা সরে গেছে। কিন্তু এবারের নির্বাচনে বড় একটি খবর হলো, এবার বৃটিশ পার্লামেন্টে নারী এমপির সংখ্যা নতুন রেকর্ড গড়বে। এ খবর দিয়ে বিবিসি জানাচ্ছে, লেবার দল থেকে ১০৪ জন এবং কনজারভেটিভ থেকে ৮৬ জন নারী এমপি নির্বাচিত হচ্ছেন।
আজ শুক্রবার প্রকাশিত নির্বাচনের সর্বশেষ ফলাফলে দেখা গেছে, ৬৫০টি আসনের মধ্যে ৬৩৫টি আসনের ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত ৩৫৪টি আসন পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে কনজারভেটিভ পার্টি। এককভাবে সরকার গঠন করতে কনজারভেটিভদের প্রয়োজন ছিল ৩২০টি আসন, যা তারা পেয়ে গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন