মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা আধিদপ্তর তিনদিন ব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আজ সোমবার বিজয় দিবসে বিকেল সাড়ে তিনটায় নবনির্মত তথ্য ভবনের নিচতলায় আলোকচিত্র এবং তৃতীয় তলার মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র প্রদর্শনীতে জহির রায়হানের ‘স্টপ জেনোসাইড’ ও ডিএফপি নির্মিত ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
গতকাল রোববার চলচ্চিত্র ও প্রকাশনা আধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) স. ম. গোলাম কিবরিয়া এ তথ্য জানান। এছাড়া আগামীকাল মঙ্গলবার একই স্থানে সকাল সাড়ে ১১টা ও সাড়ে তিনটায় ডিএফপি নির্মিত আমাদের বঙ্গবন্ধু, স্বাধীনতা কী করে আমাদের হলো, চিরঞ্জীব বঙ্গবন্ধু ও আমাদের মুক্তিযুদ্ধ প্রদর্শন করা হবে।
আগামী বুধবার সকাল সাড়ে ১১টা ও সাড়ে তিনটায় এ স্টেট ইজ বর্ন, ডিএফপি নির্র্মিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র একাত্তরে গণহত্য ও বধ্যভূমি এবং ডিএফপি নির্মিত ওদের ক্ষমা নেই’ প্রদর্শন করা হবে। আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন