নয়া নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বে তৃণমূলের মিছিল সোমবার বেলা ঠিক ১টায় ময়দানের কাছে রেড রোডের অম্বেডকর মূর্তির পাদদেশ থেকে রওনা হয়। ওই মিছিল যাবে জোড়াাসাঁকো ঠাকুরবাডী পর্যন্ত। ভারতীয় মিডিয়া এ খবর দিয়েছে।
মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে। বাংলায় নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জি করতে দিচ্ছি না।’’
মিছিলে যোগ দেওয়া কর্মী-সমর্থকদের তিনি অহিংস পথে আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেন। শপথবাক্য পাঠ করিয়ে তিনি বলেন, ‘‘সম্প্রীতির ঐতিহ্য বজায় রেখে পথে নামুন। এই নাগরিকত্ব আইন মানছি না।’’
মিছিল শুরুর আগে জনতা মমতার সুরেই শপথ নেয়: ‘‘নাগরিকত্ব আইন মানছি না।’’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন