শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

শিক্ষার্থীকে মারধর করল ছাত্রলীগ নেতা

বাকৃবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মো. আনসার আলী নামের এক সাধারণ শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বিশ^বিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো শাহ আলমের বিরুদ্ধে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন ভুক্তোভোগী শিক্ষার্থী আনসার আলী। গত রোববার সন্ধ্যায় বিশ^বিদ্যালয়ের জব্বারের মোড়ে এ ঘটনা ঘটে। ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের ও ফজলুল হক হলের আবাসিক শিক্ষার্থী আনসার আলী তার লিখিত অভিযোগে জানান, রোববার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো শাহ আলম অকারণে আমার সঙ্গে বাকবিতÐায় জড়িয়ে পড়েন। এরপর বাকৃবি শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব সেখানে উপস্থিত হলে তার উস্কানিতে শাহ আলম দোকানের লাকড়ি এনে আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ডান হাতের কাঁধের সংযোগস্থল আলাদা হয়ে যায় এবং মাথা ও কপালে প্রচন্ড আঘাত পাই। অভিযুক্ত ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক শাহ আলম বলেন, আনসার আলীর ব্যবহার নিয়ে আমার আগে থেকেই ক্ষোভ ছিল। তবে গতকাল আবার একই ব্যবহার করায় আমার মেজাজ নিয়ন্ত্রণ করতে পারিনি। এতে তার হাত ভেঙ্গে যাবে বুঝতে পারি নি। এটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, এসব বিষয়কে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। খুব তাড়াতাড়ি তদন্ত কমিটি গঠন করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন