বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

উত্তরায় আলাউদ্দিন টাওয়ারের উদ্ধারকাজ সমাপ্ত

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

চিকিৎসাধীন আরো একজনের মৃত্যু কর্তৃপক্ষকে দায়ী করলেন ব্যবসায়ীরা
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরার আলাউদ্দিন টাওয়ারে অগ্নিকা-ের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭-এ। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন। মর্মান্তিক হতাহতের ঘটনায় তদন্ত কমিটির কাছে মার্কেট কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ করেছেন, ছিঁড়ে পড়া লিফটটি দীর্ঘদিন ধরেই ত্রুটিপূর্ণ ছিল। বিষয়টি একাধিকবার অবহিত করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
টাওয়ারের ব্যবসায়ী ও কর্মচারীরা বলেন, গত বছর রমজানে লিফট ছিঁড়লেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। উত্তরার আলাউদ্দিন মার্কেটের দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের গঠিত তদন্ত কমিটির কাছে মার্কেটের ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সের পেছনে আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স। ১৬তলা ভবনটির ছয়তলা পর্যন্ত পোশাক, অলংকার, ইলেকট্রনিকস ও প্রসাধনীর দোকানপাট। টাওয়ারটির প্রবেশমুখের দুই পাশে দুটি লিফট আছে। এর মধ্যে বাঁ পাশের লিফটটি ছিঁড়ে নিচে পড়েছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনটির বেজমেন্ট বেশি ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। ভবন বিশেষজ্ঞ, বিদ্যুৎ কর্তৃপক্ষের মতামত, গ্যাসের লাইন বিশেষজ্ঞের মতামত ও রাজউকের মতামত নিলে প্রকৃত ঘটনা জানা যাবে। ফায়ার সার্ভিস ঘটনার তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে। তবে উদ্ধার অভিযান শেষ হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টায় আলাউদ্দিন মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করে ফায়ার সার্ভিস। ঘটনার পর থেকে ঘটনাস্থল ঘেরাও করে রাখা হয়। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছোট ছোট দলে ভাগ করে ব্যবসায়ীদের মার্কেটের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতজন। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় মার্কেটের ক্যাপসুল লিফট ছিঁড়ে প্রাণ যায় ছয়জনের। নিহতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। আগুনে দগ্ধ মাহমুদুল হাসান ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন