শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিলে বক্তারা

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

জিয়াউর রহমান-মোশতাকরা জাতীয় চরিত্রকে কলুষিত করেছেন
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান বিবি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বক্তারা বাংলাদেশের ইতিহাসের নানা অধ্যায় চুলচেরা বিশ্লেষণ করে বলেন, জিয়াউর রহমান-মোশতাকরা জাতীয় চরিত্রকে কলুষিত করেছেন।
গতকাল শনিবার রাজধানীর বিলিয়া অডিটোরিয়ামে “বাঙালি জাতীয়তাবোধের উত্থান রুখতে পারে উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাস” শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি বাহাদুর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
একটি সাংস্কৃতিক বিপ্লবের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের ইতিহাসের সব জানা-অজানা অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সাম্প্রদায়িক জাতি বিনাশী সব অপতৎপরতা রুখতে তারুণ্যের জাগরণ তথা জনগণের ব্যাপক অংশগ্রহণ জরুরি হয়ে পড়েছে। আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি করবেও না। জনগণকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেবে।
এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাইম রানা, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার, সাপ্তাহিক বর্তমান সংলাপের নির্বাহী সম্পাদক ড. আলাউদ্দীন আলন, আওয়াম লীগ নেতা মাসুম ইকবাল, অনলাইন মিডিয়া এসোসিয়েশনের মহাসচিব জয়ন্ত আচার্য, অধ্যাপক ড. মোহাম্মদ মাহাবুবুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সালেহ টুটুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এ্যাড রানু আখতার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক নজরুল ইশতিয়াক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন