শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বিভিন্ন দেশের শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া

প্রকাশের সময় : ২৬ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : গণভোটের রায়ের পর টালমাটাল হয়ে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার। ব্রিটেনে ডলারের বিপরীতে ১০ শতাংশ পর্যন্ত কমেছে পাউন্ডের মান। যা ১৯৮৫ সালের পর সর্বনিম্ন। সেইসঙ্গে দেখা দিয়েছে শেয়ারবাজারে সূচকের দরপতন। ব্রেক্সিটের পক্ষে সংখ্যাগরিষ্ঠের রায় যাওয়ার পরপরই এফটিএসই› সহ ব্রিটেনের বেশ কয়েকটি বড় কোম্পানি এবং ব্যাংকের শেয়ারের সূচকের দরপতন হয়েছে ৮ শতাংশ পর্যন্তু। ভোটযুদ্ধের পর জাপান, চীনসহ এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে সূচকের দরপতন হয়েছে। জাপানের নিক্কেই সূচকের দরপতন হয়েছে ৭ দশমিক ৭ শতাংশ। চীনের সাংহাই কম্পোসিট সূচক কমেছে ১ দশমিক ২ শতাংশ। ভারতের সেনসেক্স সূচকের দরপতন হয়েছে ৩ দশমিক ৪ শতাংশ। আকস্মিক এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো। যদিও উল্টো দৃশ্য যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে। ব্রেক্সিট নিশ্চিতের পর মার্কিন শেয়ারবাজারে চাঙ্গা হয়েছে ডও জনস, এস এন্ড পি, নাসডাক কম্পোসিটসহ বিভিন্ন টেক কোম্পানির সূচক। এছাড়া, ডলারের বিপরীতেও ৩ দশমিক ৩ শতাংশ পর্যন্ত কমেছে ইউরোর মান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন