কর্পোরেট ডেস্ক : যুক্তরাষ্ট্রে কার্বন নিঃসরণ-সংক্রান্ত জালিয়াতির অভিযোগ নিষ্পত্তি ও দূষণ-সংক্রান্ত ক্ষতিপূরণের অংশ হিসেবে ১ হাজার কোটি ডলারের বেশি পরিশোধ করবে জার্মানির গাড়ি নির্মাতা কোম্পানি ভক্সওয়াগন। যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ লাখ গাড়ি মালিকের অভিযোগ নিষ্পত্তি ও দূষণ হ্রাস কর্মসূচির জন্য এ পরিমাণ অর্থ দিচ্ছে ভক্সওয়াগন। সম্প্রতি সংশ্লিষ্ট তিনটি সূত্র এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। খবর রয়টার্স। মার্কিন আদালত প্রণীত ফাঁকি-সংক্রান্ত বিধি অনুযায়ী, ২০১৫ সালে সেপ্টেম্বরে জালিয়াতির ঘটনা প্রকাশের আগে গাড়ির আনুমানিক মূল্য ফেরত পাবেন অভিযোগকারী মালিকরা, সেসঙ্গে গড়ে ৫ হাজার ডলার ক্ষতিপূরণ পাবেন বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে। এছাড়া অভিযোগকারী মালিকরা যদি গাড়ি মেরামত করতে চান, সেক্ষেত্রেও তারা ক্ষতিপূরণ পাবেন। মার্কিন নিয়ন্ত্রক সংস্থা পরবর্তীতে এ-সংক্রান্ত একটি তারিখ ঠিক করবে বলে জানা গেছে। ক্ষতিপূরণ দেয়া ছাড়াও সমঝোতার অংশ হিসেবে ভক্সওয়াগনকে কার্বন নিঃসরণহীন যানবাহন বাড়াতে হবে এবং অভিযুক্ত গাড়ি থেকে অতিরিক্ত দূষণ দূর করার একটি প্রকল্প শুরু করতে হবে। ক্ষতিপূরণ এবং এ কর্মসূচিতে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ১ হাজার ৩০ কোটি ডলার ব্যয় হবে বলে সূত্র জানিয়েছে। এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের গাড়ি মালিকদের সঙ্গে ভক্সওয়াগনের এ সমঝোতার মধ্যে পরিবেশগত ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি, যা মোট অর্থের পরিমাণ আরো বাড়িয়ে তুলবে। তবে প্রকৃত অর্থের পরিমাণ কত হতে পারে, সে সম্পর্কে বিস্তুারিত কিছু জানা যায়নি। এছাড়া ভক্সওয়াগন ও মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দূষণ জালিয়াতির কথা স্বীকার করে নেয় বিশ্বখ্যাত গাড়ি কোম্পানিটি। বিশ্বজুড়ে প্রায় ১ কোটি ১০ লাখ গাড়িতে প্রকৃত দূষণের মাত্রা কম দেখানোর জন্য একটি সংবেদনশীল সফটওয়্যার ব্যবহারের কথা জানায় ভক্সওয়াগন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন