শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ঈশ্বরদীতে চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার, পাবনা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

পাবনার ঈশ্বরদীতে ভাড়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ফেলে এক যাত্রীকে চাপা দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর রাত ৮টার দিকে পাকশী লালনশাহ সেতু সংলগ্ন গোলচত্বর এলাকায় সনি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে । নিহতের নাম সুমন (৪০), তিনি উপজেলার পাকশী ইউনিয়নের ঝাউতলা এলাকার মৃত মজিবর রহমানের পুত্র।
নিহতের চাচাতো ভাই লিটন জানান, তিনি ব্যক্তিগত কাজে মেহেরপুরের গাংনী যান। বৃহস্পতিবার গাংনী থেকে সুমন সনি বাসযোগে বাসায় ফিরছিলেন। পথে সুমনের সঙ্গে ভাড়া নিয়ে পরিবহনের সুপারভাইজারের সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বাসের ভেতরেই সুমনকে মারধর করে পরিবহনের সহকারিরা। এ ঘটনায় সুমন মোবাইল ফোনে তার স্বজনদের অবহিত করেন। এরই মধ্যে গাড়িটি লালনশাহ সেতুর কাছে এসে পৌঁছে।
তিনি আরও জানান, এ সময় চালকের সহকারিরা তাকে নামতে বাধা দেন এবং সুমনকে নিয়েই গাড়িটি চলতে শুরু করে। তিনি উচ্চস্বরে কথা বললে গাড়ির গতি কমিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়া হয়। এতে ওই বাসের নিচে চাপা পরে সুমন। পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
পাকশী হাইওয়ে পুলিশের ট্রাফিক সার্জেন্ট আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশের ভবনে থাকা সিসিটিভি ফুটেজ দেখে বাসটি শনাক্ত করা হয়েছে। চালক ও তার সহকারিদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন