ইনকিলাব ডেস্ক : রমজানের শেষ ১০ দিন গ্রান্ড মসজিদে থাকার উদ্দেশ্যে পবিত্র মক্কায় পৌঁছেছেন সউদি বাদশাহ সালমান। গ্রান্ড মসজিদের নিকটে তিনি নাজাতের ১০ দিন অতিবাহিত করবেন। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সউদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে। প্রিন্স ফয়সাল বিন আব্দুল্লাহ বিন তুর্কি ও মক্কার অধিকার সুরক্ষা বিষয়ক সহকারি আন্ডার সেক্রেটারি প্রিন্স ফয়সাল বিন মোহাম্মদ বিন সাদ বিন আব্দুল রহমান বাদশাহ সালমানকে আল সাফা প্যালেসে অভ্যর্থনা জানান। আরব নিউজ।
মন্তব্য করুন