চট্টগ্রাম ব্যুরো : নগর গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত উপ-পরিদশর্ক (এসআই) মো. আফতাবের স্ত্রী সাথীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা দাবি করেছেন তিনি আত্মহত্যা করেছেন। গতকাল (রোববার) দুপুরে নগরীর কোতোয়ালী থানার লাভলেন এলাকার বাসায় আত্মহত্যা করেন তিনি। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক রাজু আহমেদ।
তিনি জানান, পুলিশ কর্মকর্তা আফতাবের স্ত্রী সাথী বাসার একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের দাবি তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টে ভুগছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন