শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

২ জুলাই চার লেন উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী- ওবায়দুল কাদের

এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ শুরু ২০১৭ সালে

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ৫:৪৩ পিএম, ২৭ জুন, ২০১৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন হবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন ও ঢাকা-জয়দেবপুর মহাসড়ক উদ্ভোধন করবেন। সোমবার বেলা ১১টায় সীতাকুণ্ডের ভাটিয়ারীতে মহাসড়ক পরিদর্শন শেষে তিনি একথা বলেন। মন্ত্রী এদিন সড়ক পথে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরছিলেন। এসময় মহাসড়কের অবস্থা পরিদর্শনকালে ভাটিয়ারীতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। নির্মাণ সম্পন্ন হয়েছে ২৪৩টি কালভার্ট ও ২৩ ব্রীজের কাজ। ঈদের আগে এটি উদ্ভোধন করে প্রধানমন্ত্রী ঈদ উপহার দিচ্ছেন। চার লেন সম্পূর্ণ চালু হলে ৪ ঘন্টা ২০-৩০ মিনিটের মধ্যে ঢাকা-চট্টগ্রাম আসা যাওয়া করা যাবে। মহাসড়কে চার লেনে গাড়ি চালকদের বেপরোয়া মনোভাবের জন্য দুর্ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ঈদে দুর্ঘটনা কমাতে হলে গাড়ি চালক ও পথচারীদের সতর্ক হতে হবে। মহাসড়ক যানজট মুক্ত করতে কাজ চলছে। কিন্তু গোমতী সেতু, কাঁচপুর সেতু এলাকায় দুই লাইন হওয়ায় ঈদে কিছুটা যানজট থাকতে পারে। এ অংশ যাতে যানজট না থাকে সে চেষ্টাও চলছে।
মন্ত্রী বলেন, চার লেন শেষ হওয়ায় আমরা ২২৫ কি.মি.এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের প্রক্রিয়া নিয়ে ভাবছি। আশা করছি ২০১৭ সালের শেষ দিকে এই এক্সপ্রেস ওয়ে নির্মাণের প্রক্রিয়া শুরু করা যাবে। চারলেন বিষয়ে ব্রিফিং শেষে মন্ত্রী সড়ক পথে ঢাকার উদ্দ্যেশ্যে চলে যান। এসময় তার সাথে সওজের স্থানীয় কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন হাইওয়ে এএসপি (সীতাকুণ্ড সার্কেল) গোলাম মোহাম্মদ, বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. ছালে আহমেদ পাঠান, ফৌজদারহাট ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদারসহ অনেকে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন