শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আ’লীগ দেশের ও জনগণের শত্রু -গয়েশ্বর চন্দ্র রায়

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ৯:২৮ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন,আ’লীগ দেশের শত্রু,জনগণের শত্রু। আ’লীগকে দেশের জনগণ আর পছন্দ করে না। আ’লীগ জনগণের ভোটাধিকার দেয় না। গণতন্ত্র থাকলে আ’লীগ থাকে না। গণতন্ত্র যেখানে থাকে না। আ’লীগ সেখানে থাকে।গণতন্ত্র থাকলে বিএনপি থাকে। জনগণ ভোট দিতে পারলে বিএনপি ক্ষমতায় আসে।আর জনগণ ভোট দিতে না পারলে আ’লীগ ক্ষমতায় আসে।আজকে যে অবস্থা চলছে তা আগামী দিনগুলোতেও চলতে থাকবে। মানুষের মনে একটা যন্ত্রনা আছে। মানুষের মন এখন ছটফট করছে এই সরকারের হাত থেকে মুক্তির জন্য। তিনি আজ শুক্রবার(৩জানুয়ারী) বিকেল সাড়ে ৫টায় কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, গনতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা অন্তরীন রেখে আ’লীগ দেশের গনতন্ত্রকে হরন করেছে। খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারলেই এদেশে আবার গনতন্ত্রের সুচনা হবে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান আজ বিদেশে আছেন। তার বিরুদ্ধে আ’লীগের ষড়যন্ত্রের শেষ নাই।জনগন যাকে গ্রহন করে তাকে কোনদিন বিচ্ছিন্ন করা যায় না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এখন থাকবে কিনা তা আমাদের নতুন করে ভাবতে হবে।৭১সালে দেশ স্বাধীন করার জন্য যেভাবে মানুষ ঝাপিয়ে পড়ছিল ঠিক সেভাবে এই জালিম সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হলে সবাইকে এক হয়ে আন্দোলন করতে হবে। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বিএনপির যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল বলেন,আ’লীগ হচ্ছে এখন অনুপ্রবেশকারী দল। তাদের ডিএনএ পরীক্ষা করতে হবে। মাদক যেমন মানুষের কাছে ভয়ানক তেমনি বর্তমানে আ’লীগ মানুষের কাছে ভয়নাকে পরিনত হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন,যে আপনার বাবার চামড়া দিয়ে ঢুকঢুকি বাজানোর কথা বলেছিল সেই মতিয়া চৌধুরীকে আপনি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য বানালেন। আপনি বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রদল আয়োজিত ও দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সাধারন সম্পাদক আসাদুর রহমান সোহেলের পরিচালনায় এঅনুষ্ঠানে উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি এ্যাডভোকেট শাহিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ নাজিম উদ্দিন,দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী ,সাধারন সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু ও ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি হাজী দেলোয়ার হোসেন মাসুম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md. Abul Bashar Mojumder ৩ জানুয়ারি, ২০২০, ১০:০৬ পিএম says : 0
সঠিক মন্তব্য করার জন্য ধন্যবাদ
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন