শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সাড়ে ১৬ হাজার প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বর্তমানে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক পদে ১৬ হাজার ৬০৩টি পদ শূন্য আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
গতকাল সোমবার জাতীয় সংসদের একাদশতম অধিবেশনে আ খ ম জাহাঙ্গীর হোসাইনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ৬০ হাজার ৬৯৫টি। এর মধ্যে সরকারিতে ৩৭ হাজার ৬৭৭টি এবং জাতীয়করণ হওয়া ২৩ হাজার ১৮টিতে প্রধান শিক্ষকের পদ রয়েছে।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে প্রধান শিক্ষক পদে ১৬ হাজার ৬০৩টি পদ শূন্য আছে। যার মধ্যে সরকারিতে ৮ হাজার ৩৪৮টি এবং জাতীয়করণ হওয়া ৮ হাজার ২৫৫টি পদ খালি রয়েছে।
তিনি জানান, সহকারী শিক্ষকের পদ ৩ লাখ ১৯ হাজার ৮৫১টি। তার মধ্যে সরকারিতে ২ লাখ ২৮ হাজার ১৫১টি এবং জাতীয়করণ হওয়া বিদ্যালয়ে ৯১ হাজার ৭০০টি পদ রয়েছে। সহকারী শিক্ষকের ৪৪ হাজার ৯৫টি পদ শূন্য আছে। যার মধ্যে সরকারিতে ২৩ হাজার ৬৬৯টি এবং জাতীয়করণ হওয়া ২০ হাজার ৪২৬টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন