আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার সকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
তার ব্যক্তিগত সহকারি বিপ্লব বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান জানান, জাহাঙ্গীর কবির নানকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন