শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আশঙ্কামুক্ত নানক, পরানো হলো রিং

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ২:৪৪ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সোমবার সকালে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

তার ব্যক্তিগত সহকারি বিপ্লব বলেন, বুকের ব্যথা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে ডাক্তাররা তাকে দ্রুত এনজিওগ্রামের পরামার্শ দিয়ে হাসপাতালে ভর্তি করেন।
এনজিওগ্রামে ব্লক ধরা পড়ে। এরপর তার বুকে একটি (Coronary stent) রিং পরানো হয়।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ মাহবুবর রহমান জানান, জাহাঙ্গীর কবির নানকের হার্টে একটি ব্লক ধরা পড়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
তানিয়া ৬ জানুয়ারি, ২০২০, ৫:০৬ পিএম says : 0
তিনি আশঙ্কামুক্ত, শুনে খুব ভালো লাগলো
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন