সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইলিশে সয়লাব কোলকাতার বাজার তবে দর চড়া

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অর্থনীতির যোগান-চাহিদা তত্ত¡কে প্রশ্নের মুখে ফেলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের ইলিশ বাজার। এই বর্ষায় রাজ্যের ইলিশ বাজারে যোগানের অভাব নেই। চাহিদা কম, এমনটাও বলা ভুল। তবু যোগান বেশি এই আহ্লাদেই কম দামে ইলিশ খাওয়ার আশা করতেই পারে বাঙালি। কিন্তু সেই সাধ পূরণ হচ্ছে না। দর বড় বেশি। কারণটাও বোঝা দায়।
ট্রলারে উপচে উঠছে। বাজারে ঢেলে বিক্রি হচ্ছে। অথচ ইলিশের দাম কমার কোনো লক্ষণ নেই। কিন্তু অর্থনীতির যোগান-চাহিদা তত্তে¡র প্রথম শর্তই হচ্ছে যোগান বাড়লে দর পড়ে। কিন্তু ইলিশের বাজারে সেই তত্ত¡ খাটছে না। ইলিশ মধ্যবিত্ত বাঙালির নাগালের আওতা থেকে ক্রমশ দূরেই সরছে। রাজ্যের সমুদ্রসৈকত দীঘার মোহনাই হোক কিম্বা ডায়মন্ডহারবার। ট্রলার ভরে ইলিশ আসছে। কিন্তু ভালো ইলিশ এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। গতকালই দীঘায় প্রায় একশ’ টন ইলিশ উঠেছে। ডায়মন্ডহারবারেও ইলিশ কম ওঠেনি। কিন্তু বাজারে যান। এক কেজি বা তার থেকে একটু বেশি ওজনের ইলিশের দর করুন হাজার-এগারোশ’র কম নয় বরং ওজন বাড়ার সঙ্গে সঙ্গে দর আরও বেশি। ছশ-সাতশ’ গ্রামের ইলিশ ছশ সাতশ’ টাকা কেজি। কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা। সূত্র : জি নিউজ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন