শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

৮২ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার ৯ কোম্পানি ও ১ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ২৫ লাখ ৯৮ হাজার ৫০০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৮২ কোটি ১ লাখ টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ব্লুক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক। এই ব্যাংক ৯ লাখ ৬৫ হাজার ৫০০ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৫ কোটি ১৮ লাখ টাকা। বাংলাদেশ সাবরিন কেবল কোম্পানি ও হাইডেলবার্গ সিমেন্ট ৫ লাখ শেয়ার লেনদেন করে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবল ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আর হাইডেলবার্গ সিমেন্ট ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। লিন্ডে বিডি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটি ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকায় থাকা বার্জার পেইন্টস ১ হাজার, বেক্সিমকো ফার্মা ১ লাখ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ লাখ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১ লাখ। রেনেটা ১ লাখ ২০ হাজার ও স্কয়ার ফার্মা ৩ হাজার শেয়ার লেনদেন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন