শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

কাউড়াকান্দি-শিমুলিয়া নৌরুট নির্বিঘœ করতে ৬৯ সিদ্ধান্ত

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

এম সাঈদ আহমাদ, শিবচর থেকে : আসন্ন ঈদে দক্ষিণাঞ্চলের যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে শিবচরের কাওরাকান্দি ঘাটে জেলা প্রশাসকের সভাপতিত্বে  প্রশাসনের সাথে বিভিন্ন যানবাহন, নৌযান, ফেরির সংশ্লিষ্টদের নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
পদ্মায় ৬৫ ফুটের নিচে লঞ্চ পারাপারেÑস্টিকারবিহীন লোকাল যানবাহন কাওরাকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, যাত্রীর চাপ হলে ফেরিতে পারাপার, পদ্মায় পুলিশের টহল, যাত্রীদের সেনেটারি নিশ্চিতকরণ, ঈদের আগে পরের ১০ দিন ঘাট প্রশাসন নিয়ন্ত্রণ করাসহ সভায়  প্রায় ৬৯টি সিদ্ধান্ত নেয়া হয়। গঠন করা হয় ঘাট ব্যবস্থাপনা কমিটি।
জানা যায়, শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুট হয়ে দক্ষিনাঞ্চলের ২১ জেলার যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিত করতে মঙ্গলবার দুপুরে কাওরাকান্দি মাইক্রোবাস টার্মিনালে বিভিন্ন যানবাহন, নৌযান, ফেরির সংশিষ্টদের নিয়ে সভা করেছে পুলিশ ও উপজেলা  প্রশাসন। সভায় পদ্মায় ৬৫ ফুটের নিচে লঞ্চ পারাপারেÑস্টিকারবিহীন লোকাল যানবাহন কাওরাকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, যাত্রীর চাপ বাড়লে ফেরিতে পারাপার, যাত্রীদের সেনেটারি নিশ্চিতকরন,  ঈদের আগে পরের ১০ দিন ঘাট প্রশাসন নিয়ন্ত্রন, ফেরির ক্ষেত্রে টিকিট প্রাপ্তির স্থান পন্টুনের পরিবর্তে পাচ্চরের বাখরেরকান্দিতে স্থানান্তর, ফেরি রিজার্ভ রাখাসহ স্থানান্তর, লঞ্চ সার্ভিসের ক্ষেত্রে  ভাড়া বৃদ্ধি হবে না, ধারণ ক্ষমতার বাইরে যাত্রী বহনে নিষেধাজ্ঞা, স্পিডবোটের ক্ষেত্রে সন্ধ্যার পর পারাপারে নিষেধাজ্ঞাস, সড়ক পরিবহনের ক্ষেত্রে  স্টকারবিহীন লোকাল যানবাহন কাওরাকান্দি ঘাটে প্রবেশে নিষেধাজ্ঞা, রোড ডিভাইডার স্থাপন, ভাড়া ও অতিরিক্ত যাত্রী উঠানোতে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে বিশৃঙ্খলা ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালতসহ প্রায় ৬৯টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ঘাট ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ সরোয়ার হোসেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার উত্তম কুমার পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান আহমেদ, ওসি জাকির হোসেন, হাইওয়ে পরিদর্শক উত্তম কুমারসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন মালিক শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, কোনো অবস্থাতেই ঘাট এলাকায় বিশৃঙ্খলা সহ্য করা হবে না। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী ও সাদা পোশাকে দিনরাত সার্বক্ষণিক নিয়োজিত থাকবে।
জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ^াস বলেন, কাওরাকান্দি ঘাটে যাত্রী সেবা নিশ্চিত করতে এবার অনেক কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাত্রীর নির্বিঘেœ বাড়িতে পৌঁছাতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন