মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান শনিবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ দলের এমেচার গলফার মো. স¤্রাট শিকদার মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ পুরুষ একক এর শিরোপা জয় করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ, বাংলাদেশ গলফ ফেডারেশনের সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মো. তাজুল ইসলাম ঠাকুর, ওরিয়ন এপ এর ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবাইদুল করিম, মুজিব কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ এর সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান ফরিদুদ্দিন খান (কমি) প্রমুখ। -আইএসপিআর
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন