জাতীয় সংসদে ঝালকাঠি-১ আসন থেকে ৩ বার নির্বাচিত সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আলহাজ বজলুল হক হারুন গুরুতর অসুস্থ। আজ রাত সাড়ে ৯টার দিকে এয়ার এম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তিনি শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ঠাণ্ডা-কাশিজনিত রোগে গুরুতরভাবে ভুগছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক চেয়ারম্যান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ-সৌদী আরব সংসদীয় মৈত্রী গ্রুপের প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী বজলুল হক হারুন গত ৭ জানুয়ারি হঠাৎ করে ঠাণ্ডা-কাশিজনিত রোগ নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার শারিরীক অবস্থার উন্নতি হলে তাকে বাসায় নিয়ে আসা হয়। কিন্তু ১২ জানুয়ারি হঠাৎ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যা বৃদ্ধি পেলে তাকে দ্রুত এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ডাক্তারের পরামর্শে আজ রাতে এয়ার এম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে প্রেরণ করা হয়। তার সাথে তার বড় ছেলে নাহিয়ান হারুন এবং স্ত্রী মনিরা হারুন সিঙ্গাপুর গিয়েছেন।
অসুস্থ বি এইচ হারুনের তিন পুত্র, এক কন্যাসহ পরিবারের সদস্যবৃন্দ তার আশু রোগমুক্তির জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন। উল্লেখ্য আলহাজ বজলুল হক হারুন দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এএমএম বাহাউদ্দীনের বড় বেয়াই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন