ইনকিলাব ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেভাজন জঙ্গি হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত শতাধিক। গত মঙ্গলবার রাতে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এই হামলা হয়। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, হামলার ধরন দেখে এর পেছনে আইএস জেহাদিরা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের অ্যারাইভাল হলের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েছিল। এর আগে দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ পার্লামেন্টে বলেন, আমার কাছে আসা তথ্য অনুযায়ী, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে এক সন্ত্রাসী প্রথমে কালাশনিকভ দিয়ে গুলিবর্ষণ করে এবং তারপর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। বিবিসি,রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন