শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

বিবিআইএন বিজনেস এক্সপো হবে চার দেশের বাণিজ্যের সেতু বন্ধন

প্রকাশের সময় : ৩০ জুন, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বিবিআইএন বিজনেস এক্সপো হবে চার দেশের বাণিজ্যের সেতু বন্ধন। আগামী ১৫ জুলাই শুরু হবে চার দেশীয় এই বিজনেস এক্সপো। এর আগে ১৪ জুলাই ভারতের কলকাতায় বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। আনুষ্ঠানিক যাত্রা শুরুর পরদিন ১৫ জুলাই ভারতের শিলিগুড়িতে ‘বিবিআইএন বিজনেস এক্সপো’র পর্দা উঠবে। প্রদর্শনী চলবে ১৭ জুলাই পর্যন্ত। সম্প্রতি তিঝিলের ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি আবদুল মাতলুব আহমাদ। তিনি বলেন, এফবিসিসিআই ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স যৌথভাবে বিবিআইএন বিজনেস এক্সপোর আয়োজন করতে যাচ্ছে। এতে ফেডারেশন অব নেপাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভুটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অংশ নেবে। এক্সপোতে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের ৬০টি স্টল বরাদ্দ থাকবে। মাতলুব আহমাদ আরো বলেন, এই এক্সপোতে বাংলাদেশে থেকে টেক্সটাইল ও কটনশিল্প, কৃষি ও উদ্ভিদজাত সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য, দুগ্ধজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল সামগ্রী, অবকাঠামো ও পরিবহনবিষয়ক, রাসায়নিক ও সার, তথ্যপ্রযুক্তিশিল্প, চামড়াজাত পণ্য এবং অটোমোবাইল শিল্প খাতের প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। এফবিসিসিআই সভাপতি বলেন, এই এক্সপোতে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক সম্ভাবনা ও সমস্যা নিয়ে সভা-সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া দেশগুলোর বাণিজ্য নীতি এবং বাণিজ্য বাধা দূর করার উপায় নিয়ে আলোচনা করা হবে, যাতে সমস্যাগুলো সমাধান হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন