শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাংলাদেশ-কসোভো সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১০:০০ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং কসোভোর মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুই দেশকে দেখতে হবে যে, আমাদের কোন পণ্যগুলো আমরা রপ্তানি এবং কোনগুলো আমদানী করতে পারি।’

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কসোভোর নবনিযুক্ত রাষ্ট্রদূত ফিউনার উরিয়া সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সারাদেশে একশ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি কেননা দক্ষিণ এশিয়া, দক্ষিণপূর্ব এশিয়া এবং এর বাইরেও একটি ব্যাপক বাজার রয়েছে।’

নবনিযুক্ত কসভোর রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে তাঁর (কসভো রাষ্ট্রদূতের) দায়িত্ব পালনকালিন সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কসোভো রাষ্ট্রদূত এ সময় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। ‘সমগ্র বিশ্বে আপনার (শেখ হাসিনা) এবং বাংলাদেশের বিরাট ভাবমূর্তি রয়েছে,’বলেন তিনি। কসোভা রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেরও প্রশংসা করেন এবং বলেন, ‘আমি দুই দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলো খুঁজে বের করবো এবং আমি এই সহযোগিতাকে আরো বাড়াতে চাই।’ তিনি বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন প্রসংগে বলেন, ‘আপনাদের আইসিটি খাতটি খুব সমৃদ্ধ।’

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) সচিব মো. তোফাজ্জ্বল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

বাসস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Janna Bunch ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩১ এএম says : 0
Awesome article.
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন