রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জনগণের কাছে মেডিক্যাল শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০২০, ৬:২৫ পিএম

মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে -এমন মন্তব্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, জনগণের ট্যাক্সের টাকায় মেডিক্যাল কলেজ করা হচ্ছে এবং শিক্ষার্থীদের পড়াশুনার ব্যয় নির্বাহ করা হচ্ছে। শিক্ষার্থীদের সেবার মন-মানসিকতা নিয়ে চিকিৎসক হতে হবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) মানিকগঞ্জে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অ্যাকাডেমি ভবন, হলের উদ্বোধন এবং ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে হাসপাতালগুলোয় পাবলিক টয়েলেট নির্মাণ করা হবে। পুরনো ৮টি মেডিক্যাল কলেজে হাসপাতালে আধুনিক ভবন নির্মাণ করা হবে।

মন্ত্রী আরো বলেন, কিছু দিনের মধ্যে সারাদেশে মেডিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এটা স্বাস্থ্য সেবার নতুন উদ্যোগ। জেলা হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মাল্টিপারপাস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাইলট প্রকল্প হিসেবে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিক্যাল কলেজকে বেছে নেওয়া হয়েছে।

এর আগে মন্ত্রী কর্নেল মালেক মেডিক্যাল কলেজের একাডেমি ভবন ও পৃথক দু’টি হলের উদ্বোধন করেন। এতে মেডিক্যাল কলেজের নিজস্ব ক্যাম্পাসের যাত্রা শুরু হলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন