গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকায় গতকাল (বৃহস্পতিবার) পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে ৩৪ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ।
মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনলে একনজর দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে যায়। পদ্মায় মাছ শিকারী পাবনা জেলার ঢালার চর এলাকার মো. জামাল প্রামানিক জানান, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৯টার দিকে পদ্মা নদীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকায় জাল ফেলে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছিলেন তারা ৬ জেলে। এমন সময় তাদের জালে ঝাটকা গতিতে হঠাৎ প্রচ- টান লাগে। এতে তারা বুঝতে পারেন যে বড় আকারের কোন মাছ জালে আটকা পড়েছে। টানের গতি ক্রমাগত বাড়তে থাকায় নৌকায় থাকা ছয় জেলে কিছুতেই নদী থেকে তাদের জাল গোটাতে পারছিলেন না। ততক্ষণ স্রোতের তোড়ে জালসহ নৌকাটি এক কিলোমিটার ভাটিতে মানিকগঞ্জের বাদলাপুর এলাকায় চলে যায়।
অতি সাবধানতার সাথে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে তারা জাল তুলে দেখতে পান বিশাল আকারের একটি বাঘাইড় মাছ তাদের জালে। পরে মাছটি নৌকায় তুলে দুপুর দেড়টা নাগাদ তারা দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় নিয়ে আসেন। এত বড় মাছ বিগত তিন বছরেও তারা পাননি বলে তিনি জানান।
এদিকে বিশাল আকারের বাঘাইড় মাছটি দেখতে সেখানে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে জামাল প্রামানিকের কাছ থেকে ৭শ’ ৫০ টাকা কেজি দরে ৩৪ কেজি ওজন মেপে ওই বাঘাইড় মাছটি ২৫ হাজার ৫শ’ টাকায় কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী লালন সরদার। তিনি জানান, এত বড় মাছের ক্রেতা এ এলাকায় না পাওয়ায় তা বিক্রির জন্য আরিচা মাছের আড়তে নিয়ে যাওয়া হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন