শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

বিদ্রোহীরা ফের দখল করল সিরিয়ান শহর সংঘর্ষে নিহত ৭০

প্রকাশের সময় : ২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার পশ্চিম উপকূলবর্তী লাটকিয়া প্রদেশের একটি শহর ব্যাপক লড়াইয়ের পর সরকারি বাহিনীর নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধার করেছে সিরিয়ান বিদ্রোহী যোদ্ধারা। গতকাল সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে বিরল এই দৃষ্টান্তটি গতকাল শুক্রবার স্থাপন করেছে যোদ্ধারা।

এদিকে দেশটির উত্তরাঞ্চলে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি হামলায় ঘটনায় ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অনেকে। গত বৃহস্পতিবার দফায় দফায় হামলার ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। দেশটির আলেপ্পো শহরের উত্তরে আল মালেহ এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ হয়। এতে সরকারি বাহিনীর ৩০ সদস্য এবং বিদ্রোহী গোষ্ঠীর ৩৯ জন নিহত হন।
লাটকিয়ার কানসাবা শহর পুনরুদ্ধারে আলকায়েদার সিরিয়ান শাখা নুসরা ফ্রন্টও ছিল বিদ্রোহী গ্রুপগুলোর সাথে। এর আগে রাশিয়ান বাহিনীর বোমা হামলার সুবাদে গত ফেব্রুয়ারিতে এই শহরটি বিদ্রোহীদের কাছ থেকে সিরিয়ান সেনাবাহিনী উদ্ধার করেছিল। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন