শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাসের দাওয়াই গোমূত্র ও গোবর!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০১ পিএম

বর্তমানে সারা বিশ্বের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস। এটি মোকাবেলায় চেষ্টা করে চলেছেন বিজ্ঞানী ও চিকিৎসকরা। কিন্তু তারা এখনও এর কোন প্রতিষেধক আবিস্কার করতে পারেন নি। তবে তারা না পারলেও এই ভাইরাসের দাওয়াই বের করে ফেলেছেন হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপাণি মহারাজ। তার দাবি, গোমূত্র খেলে ও গোবর মাখলে মুক্তি পাওয়া যাবে করোনাভাইরাস থেকে।

রোজই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এ বার ২০০ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। সেই ছোঁয়াচে ভাইরাসকের প্রতিরোধ করার জন্য সবাইকে গোমূত্র খাওয়ার পরামর্শ দিলেন স্বামী চক্রপাণি মহারাজ। তিনি আরও বলেন, ‘বিশেষ যজ্ঞ করলে করোনাভাইরাস থেকে মুক্তি মিলবে ও সারা বিশ্বে এর সমাপ্তি ঘটবে।’ মিডিয়ার সামনে দেশবাসীর উদ্দেশ্যে তার পরামর্শ, ‘যে ব্যক্তি ওম নমাহ শিবায় উচ্চারণ করবেন ও গোবর শরীরে লাগাবেন, তিনি এই ভাইরাস থেকে দূরে থাকবেন।’ তবে দাওয়াই ‘আবিস্কার’ করে তিনি প্রশংসা পাওয়ার বদলে উল্টা সমালোচিত হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে নিয়ে তামাশা করেছেন।

প্রসঙ্গত, ডাব্লিউএইচও জানিয়েছে, ১৮টি দেশে ছড়িয়েছে এই ভাইরাস। ইতালি তাদের দুই চীনা পর্যটকের মধ্যে এই ভাইরাস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে। বিভিন্ন দেশ তাদের চীনে আটকা পড়া নাগরিকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। সম্পূর্ণ লকডাউন করে রাখা হয়েছে হুবেই প্রদেশে। আটকে রয়েছেন ৬ কোটি মানুষ। করোনাভাইরাস বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক স্বাস্থ্য ইমার্জেন্সি জারি করেছে ডাব্লিউএইচও। সূত্র: আউটলুক ইন্ডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
আরিফ ১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম says : 0
ওনাকে উহানে পাঠিয়ে দেওয়া হোক।
Total Reply(0)
আরিফ ১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম says : 0
ওনাকে উহানে পাঠিয়ে দেওয়া হোক।
Total Reply(0)
আরিফ ১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম says : 0
ওনাকে উহানে পাঠিয়ে দেওয়া হোক।
Total Reply(0)
আরিফ ১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম says : 0
ওনাকে উহানে পাঠিয়ে দেওয়া হোক।
Total Reply(0)
আরিফ ১ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৯ পিএম says : 0
ওনাকে উহানে পাঠিয়ে দেওয়া হোক।
Total Reply(0)
mehedi ১ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৪ পিএম says : 0
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন