শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনে মাস্কের জন্য চলছে হাহাকার, নিহতের সংখ্যা বেড়ে ২৫৯

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২০, ৫:৪১ পিএম

চীনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছেই। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু'শ ৫৯ জন। সে দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার সাতশ ৯১ জন। বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১১ হাজার নয়শ ৪৩ জন। নতুন করে প্রাণঘাতী এ ভাইরাসটি ছড়িয়েছে যুক্তরাজ্য এবং রাশিয়ায়।
এদিকে বিভিন্ন দেশ চীন থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে। বিশেষ বিমানে করে চীন থেকে নিজেদের নাগরিক নিয়ে আসছে বাংলাদেশ, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশ।
এদিকে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভাইরাসটি থেকে বাঁচতে প্রায় গৃহবন্দী জীবনযাপন করছেন চীনের বাসিন্দারা।
বাইরে বের হলে সবাই মাস্ক পরে বের হচ্ছেন। সে দেশে বর্তমানে মাস্কের চরম সঙ্কট দেখা দিয়েছে। গত সপ্তাহেই প্রতিদিন ২০ কোটি মাস্ক লাগছিল সে দেশে। বর্তমানে বাইরের দেশ থেকে মাস্ক আমদানির পথে হাঁটছে চীন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ash ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৪১ এএম says : 0
BANGLADESH ER WICHITH CHINAR DIKE SHAHAJJER HAT BARIE DEWA !
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন