শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কোম্পানি (সংশোধন) আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ফেব্রুয়ারি, ২০২০, ৫:০৪ পিএম

‘কোম্পানি (সংশোধন) আইন, ২০২০’র খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৈঠক শেষে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

জাতীয় তেল ও রাসায়নিক নিঃসরণ কনটিনজেন্সি পরিকল্পনা বাংলা ও ইংরেজি ভাষায় করা হয়েছে। যা এ সভায় অনুমোদন দেয়া হয়েছে বলে উল্লেখ করেন আনোয়ারুল ইসলাম।

সভায় এছাড়াও ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস, বাংলাদেশ আইন ২০২০-এর খসড়া, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রটোকল অন ট্রান্সবাউন্ডারি এলিফেন্ট কনজারভেশন বিটুইন রিপাবলিক অব বাংলাদেশ অ্যান্ড রিপাবলিক অব ইন্ডিয়ার খসড়া ভূতাপেক্ষ অনুমোদন দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন