কর্পোরেট ডেস্ক: মার্কিন হার্ডডিস্ক নির্মাতা সিগেট টেকনোলজি পিএলসি মোট কর্মী বাহিনীর ৩ শতাংশ ছাঁটাই করবে। অর্থাত্ প্রায় ১ হাজার ৬০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পুনর্গঠনের মাধ্যমে ব্যয় সংকোচনের অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর রয়টার্স। সিগেট টেকনোলজি কিছুদিন ধরেই নাজুক সময় পার করছে। পরিচালন ব্যয় বৃদ্ধি ও প্রতিযোগিতা বেড়ে যাওয়াকেই এ জন্য দায়ী করা হচ্ছে। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে ঠিক কী পরিমাণ ব্যয় সংকোচন করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি, তা প্রকাশ করা হয়নি। গত বুধবারের ঘোষণা অনুযায়ী, কর্মী ছাঁটাই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় ৬২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ গুনতে হবে। সেপ্টেম্বরের শেষ দিকে এ পরিকল্পনা সম্পন্ন হতে পারে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন