শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

করোনা আতঙ্কে সিঙ্গাপুর জুড়ে শুকনো খাবার সঙ্কট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:২৮ পিএম

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এর আগে হংকংয়ের সুপারমার্কেটগুলোতে শুকনো খাবার ও টয়লেট পেপারের সঙ্কট দেখা গিয়েছিল। এবার সিঙ্গাপুরেও একই দৃশ্য দেখা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা গেছে সেখানকার দোকানগুলোতে খাবারের তাক খালি হয়ে গিয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত শুক্রবার সিঙ্গাপুর সরকার বিপদসংকেত মাত্রা ‘হলুদ’ থেকে বাড়িয়ে ‘কমলা’ ঘোষণা করে। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির সবচেয়ে বড় চেইনশপ ‘মাদারশীপ’ এক প্রতিবেদনে জানায়, দুর্যোগ মোকাবেলায় অতিরিক্ত খাবার সংগ্রহ করতে অসংখ্য মানুষ স্থানীয় সুপারমার্কেটগুলোতে ভিড় জমাতে শুরু করে। ফলে বেশিরভাগ দোকানেই শুকনো খাবারের সঙ্কট দেখা যায়। সেখানে ইনস্টান্ট নুডলস এবং পাস্তা জাতীয় শুকনো খাবারগুলো দ্রতি শেষ হয়ে যেতে দেখা যায়। অন্যান্য প্রয়োজনীয় জিনিস যেমন টয়লেট পেপারও কিছু জায়গায় শেষ হয়ে যেতে দেখা যায়। দোকানগুলোতে অনেক রাতেও মানুষের ভিড় জমাতে দেখা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন