শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সিরিয়া সমস্যার সামরিক সমাধান নেই : কেরি

শর্তে অটল বাশার বিরোধীরা : আলোচনা বর্জনের হুমকি

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জাতিসংঘের আহ্বানে জেনেভায় অনুষ্ঠিত সিরিয়া শান্তি আলোচনায় যোগ দিতে আসা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান বিরোধী জোট হাই নেগোসিয়েশনস কমিটি (এইচএনসি) বলেছে, দেশটির সরকারি বাহিনীর হামলা বন্ধ করার যে দাবি তারা করেছিল, সেখান থেকে তারা সরে আসেনি। হামলা বন্ধ না হলে আলোচনা বর্জন করা হবে এমন ঘোষণা তারা আগেই দিয়েছিল। সউদি আরব-সমর্থিত এইচএনসি গত শনিবার জেনেভায় পৌঁছায়। এইচএনসির মুখপাত্র সেলিম মুসলেত গত রোববার বলেছেন, তারা সিরিয়া সরকারের কারাগারে বন্দী নারী ও শিশুদের মুক্তি চান। তারা চান হামলা বন্ধ হোক এবং বড় শহরে ত্রাণ-সহায়তা পৌঁছানোর ব্যবস্থা হোক। তবে এটি আলোচনার একমাত্র পূর্বশর্ত না। মুসলেত আরও বলেন, সিরিয়ার একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার ফলে সৃষ্ট সমস্যা সমাধানের বিষয়ে আমরা সব সময় আশাবাদী। তিনি (প্রেসিডেন্ট আসাদ) যদি সমস্যার সমাধান চান, তবে সিরিয়ায় কোনো অপরাধ হবে না, বন্ধ হবে গণহত্যা। আলোচনায় অংশ নিতে এই মুখপাত্রের সুর একটু নরম হলেও এইচএনসির প্রধান রিয়াদ হাজিব এক বার্তায় বলেছেন, সিরিয়ার সরকার যদি হামলা চালাতেই থাকে, তবে প্রতিনিধিদলের জেনেভায় অবস্থান সম্ভব হবে না। প্রায় দুই বছর পর এবারের এই আলোচনা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। প্রথম দিন আলোচনায় সিরিয়ার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন জাতিসংঘের প্রতিনিধিরা। জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি হবে ঐকমত্যের আলোচনা। ছয় মাস ধরে এই আলোচনা চলবে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, সামরিক উপায়ে সিরিয়া সমস্যার কোনো সমাধান করা যাবে না। তিনি দেশটিতে যুদ্ধবিরতির সুযোগ নেয়ার জন্য সিরিয়ার সরকার ও কথিত বিরোধীদের প্রতি আহ্বান জানান। ওয়াশিংটন থেকে এক অনলাইন বিবৃতিতে কেরি গত রবিবার একথা বলেন। তিনি বলেন, আমি দু পক্ষের কাছেই আবেদন জানাব, আপনারা এ মুহূর্তকে সর্বোত্তমভাবে ব্যবহার করুন। যদিও কেরি এ বিবৃতিতে দুপক্ষের কথাই উল্লেখ করেছেন তবে দৃশ্যত তার বিবৃতি সিরিয়ার বিরোধীদের জন্য প্রযোজ্য। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন