স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার রাজধানীর বনানীতে আর্মি স্টেডিয়ামে গুলশান হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় আর্মি স্টেডিয়ামে কফিনে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন।
পরে শুক্রবার রাতে গুলশানের স্প্যানিশ রেস্টুরেন্টে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় নিহতদের কফিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য রাখা হবে। শুক্রবার রাতে গুলশান হোটেল আর্টিসান বেকারিতে সন্ত্রাসী হামলায় নিহত ২০ জনের মধ্যে ৯ জন ইতালিয়ান, ৭ জন জাপানি, ১ জন ভারতীয়, ১ বাংলাদেশী আমেরিকান ও ২ জন বাংলাদেশী রয়েছেন।
এছাড়া জিম্মিদের উদ্ধার প্রচেষ্টাকালে দুই পুলিশ কর্মকর্তা বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ খান ও গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলাম নিহত হন। ওসি সালাউদ্দিনকে বনানী কবরস্থানে এবং এসি রবিউলকে মানিকগঞ্জে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন