শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

করোনাভাইরাস : জাপানে সেই জাহাজে ২ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২২ এএম

জাপানের ইয়োকোহামা পোর্টে আটকে পড়া ডায়মন্ড প্রিন্সেস ক্রুজ জাহাজের দুই যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত দুজনই প্রবীণ ব্যক্তি। বৃহস্পতিবার জাপানের সরকারী সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

জাপানের সরকারি সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের কারণে ইয়োকোহামা বন্দরে জাহাজের ডকে এই প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। ওই সূত্র বলছে, মৃত ব্যক্তিরা হলেন, একজন পুরুষ এবং নারী। তাদের বয়স প্রায় ৮০ বছর। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিতভাবে আর কিছু জানা যায়নি।

এদিকে,জাপানের ফুকুওকা শহর কর্তৃপক্ষ একইদিন নিশ্চিত করেছে যে, সেখানে ৬০ বছর বয়সী এক বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণের খবর মিলেছে।

সূত্র : জাপান টাইমস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ