বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বাড়ি থেকে বের না হতে নির্দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৬ এএম

চীনের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের অন্তত ২৮টি দেশে ছড়িয়ে পড়েছে। ভাইরাসটি বিস্তারে চীনের পর সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে জাপান, এরপর সিঙ্গাপুর। এরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত সেখানে ৮২ ব্যক্তি নভেল করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমন পরিস্থিতিতে করোনাভাইরাস ঠেকাতে শহরবাসীকে ঘর থেকে বের হতেই নিষেধ করেছেন দেশটির এক নগরপিতা। দক্ষিণ কোরিয়ার চতুর্থ বৃহত্তম শহরের দায়েগুতে একটি গির্জায় সমাগতদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর এমন নির্দেশনা দেন শহরের মেয়র কওন ইয়ং-জিন। মেয়রের এই নির্দেশনা মানাও শুরু করেছেন শহরবাসী। বার্তা সংস্থা জানিয়েছে, বেশ ব্যস্ত শহর দায়েগু। শহরের রাস্তা-ঘাট, শপিংমল, সিনেমা হলে সব সময়ই জনারণ্য থাকে। আর সেই শহর এখন জনমানবহীন হয়ে পড়েছে। শপিংমলগুলো বন্ধ রয়েছে। সিনেমা হলেও কোনো দর্শনার্থী নেই। রাস্তা-ঘাটেও খুব বেশি একটা মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে না। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন