শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবারও বাংলায় স্ট্যাটাস বার্নির

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

মার্কিন সিনেটর ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ বার্নি স্যান্ডার্স যুক্তরাষ্ট্রের ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেতে ছুটে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেইজে আবারও তিনি বাংলায় স্ট্যাটাস দিয়েছেন। তিনি ফেইবুকে লিখেন, ‘বার্নি নেভাডা জিতেছে।’ রোববার তিনি এ স্ট্যাটাস দেন। তিন ঘণ্টায় স্ট্যাটাসটিতে ২ হাজার ৫০০ লাইক এবং ৩৩৮টি কমেন্ট পরেছে। এছাড়া ৩৮৮ জন শেয়ার করেছেন তার এই স্ট্যাটাসটি। এই পোস্টে তার প্রশংসা করছেন অনেকে। বাংলা ভাষাভাষি মানুষজন সবচেয়ে বেশি মন্তব্য ও প্রশংসা করেছেন। এর আগেও বাংলায় ‘স্বাস্থ্য সেবা একটি মানবাধিকার’ লিখে একটি স্ট্যাটাস দেন তিনি। সেই সময়েও প্রশংসায় ভেসেছিলেন বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন এবং ১৯৬০ ও ১৯৭০–এর দশকে যুদ্ধবিরোধী এবং নাগরিক অধিকারের জন্য হওয়া আন্দোলনে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে ৪০ বছরের মধ্যে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মার্কিন প্রতিনিধি সভার একজন প্রতিনিধি নির্বাচিত হন স্যান্ডার্স। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন