কর্পোরেট রিপোর্ট : নোটের স্থায়িত্ব ও স্বকীয়তা বজায় রাখতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকদের সুবিধার্থে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটের বাম দিকের মাঝখান থেকে ১-১.৫ সেন্টিমিটারের মধ্যে একটি মাত্র স্ট্যাপলিং পিন ব্যবহারে এ নির্দেশনা দেয়া হয়। এ বিষয়ে অবিলম্বে পদক্ষেপ নেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার দেয়া এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, স¤প্রতি লক্ষ করা যাচ্ছে, তফসিলি ব্যাংকগুলো ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোটের প্যাকেটে অনেক ক্ষেত্রে একাধিক স্ট্যাপলিং পিন ব্যবহার করছে এবং নোট প্যাকেটের বিভিন্ন স্থানে যথেচ্ছভাবে স্ট্যাপলিং করছে। ফলে একদিকে গ্রাহকরা যথাযথভাবে নোট যাচাই করে নিতে পারছে না অন্যদিকে নোটের গুণগত মানসহ স্থায়িত্ব দ্রæত কমে যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন