শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় বিজ্ঞান একাডেমী-বিজ্ঞান অলিম্পিয়াড সমাপ্ত

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত বাংলাদেশ বিজ্ঞান একাডেমী-বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৬-এর সমাপ্তি এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, স্থপতি ইয়াফেস ওসমান, বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি.-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একাডেমী অব সাইন্সের উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশের ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে “বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৬” কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা ও বিজ্ঞানের প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।  বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন