বগুড়া অফিস : বগুড়া জেলা কারাগার থেকেই এবার দাখিল পরীক্ষা দিচ্ছে মাদ্রাসা ছাত্র রাশেদুল। সে গাবতলী উপজেলার রামেশ্বরপুরের মতিউর রহমানের ছেলে। ভাংচুর-নাশকতা মামলায় কারাগারে হাজতি হিসেবে কারাগারে আছে।
বগুড়া কারাগারের জেলার তারেক কামাল জানান, রাশেদুল গাবতলীর কামার চত্তব বাতাশোন নেছা আলীম মাদ্রাসার ছাত্র। ২৫ জানুয়ারি ২০১৫ সালে তার বিরুদ্ধে বগুড়ার সদর থানায় ভাংচুর-নাশকতার মামলা হয়। ১৬ নভেম্বর ২০১৫ সালে সে গ্রেফতার হয়ে বগুড়া জেলা কারাগারে আছে। কারাগারেই তার পড়া লেখার ব্যবস্থা করা হয়েছে। এরপরও যদি তার কোনো সমস্যা হয় তা হলে তা দূর করা হবে। রাশেদুল জানান, গতকাল সোমবার কোরআন মাজিদ বিষয়ে পরীক্ষা ছিল। পরীক্ষা ভালো হয়েছে। কারাগারে পড়ালেখা করতে এবং পরীক্ষা দিতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তবে দিনের বেলা লকাপে হৈচৈয়ের কারণে পড়ালেখার একটু সমস্যা হয় তা ছাড়াও রাত ১১টার পর পড়ালেখা করতে দেয় না তার কক্ষের দায়িত্বপ্রাপ্ত ম্যাট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন