শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শোলাকিয়া হামলায় নিন্দা সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই : আমির খান

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মুসলমানদের পবিত্র ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভারতের বলিউড সুপারস্টার আমির খান। পবিত্র ঈদের দিন এ ধরনের ঘটনার প্রতিবাদ করে তিনি বলেন, ‘যারা দেশ দেশে সন্ত্রাস চালাচ্ছে, ধর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।’ বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে সাংবাদিকরা বাংলাদেশের কিশোরগঞ্জের শোলাকিয়ার হামলার বিষয়ে জানতে চাইলে তিনি একথা বলেন।
আমির খান বলেন, ‘যারা খুন করে, আতঙ্ক ছড়ায়, তারা মুসলিম, হিন্দু, শিখ না খ্রিস্টান কোন ধর্মের মানুষ তাতে কিছু এসে যায় না। ইসলাম কেন কোনো ধর্মের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। তারা নিজেদের কতটা ধর্মপ্রাণ বলে দাবি করলো তাতেও কিছু যায় আসে না। কারণ তারা যে ধর্মের কথাই বলুক না কেন, সব ধর্মই আমাদের প্রেম আর শান্তির কথা শেখায়; সন্ত্রাস ও মানুষ খুন নয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন