শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

জঙ্গি হামলা মোকাবেলায় বিদেশি সংস্থা আসছে না শাহরিয়ার আলম

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

কূটনৈতিক সংবাদদাতা ঃ বাংলাদেশে জঙ্গি হামলা তদন্তে কোনো বিদেশি সংস্থা আসছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর আগে গত বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছিল, জঙ্গি হামলার ঘটনা তদন্ত করতে দেশটির জাতীয় নিরাপত্তা রক্ষী (এনএসজি) বাহিনীর একদল কর্মকর্তা বাংলাদেশে আসছে। এর একদিন পর গত শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে কোনও বিদেশী সংস্থা আসার খবর নাকচ করে দেন।
তিনি বলেন, জঙ্গিবাদকে ‘ফিজিক্যালি’ ট্যাকেল করার সক্ষমতার প্রমাণ শেখ হাসিনার সরকার গত আট বছরে দিয়েছে। ‘ফিজিক্যাল ক্যাপাসিটি’র ক্ষেত্রে বাংলাদেশের কোন ঘাটতি নেই। এখানে গোয়েন্দা তথ্যটা সবচেয়ে বেশি জরুরি। এ জন্য ‘ইনটেলিজেন্স শেয়ারিং’য়ের জায়গাটিতে সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পরে; যে দেশে হামলার শঙ্কা রয়েছে সে দেশের আভ্যন্তরীণ শক্তি, ক্ষমতা বা গোয়েন্দা সংস্থাগুলো ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সক্ষমতা আছে কিনা সেগুলো মোকাবেলা করার, তা বিবেচনার বিষয়। বাংলাদেশের কঠিন সময়ে বিদেশী বন্ধুরা পাশে আছে বলে জানান শাহরিয়ার আলম। এক্ষেত্রে ইতালির ভূমিকার কথা উল্লেখ করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন