স্টাফ রিপোর্টার : গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা তদন্তে প্রয়োজনে তিনটি দেশের কারিগরি সহায়তা নেয়া হবে। যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরÑ এ তিনটি দেশের সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।
গতকাল শনিবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, ওই ঘটনার পর যেসব আলামত সংগ্রহ করা হয়েছে সেগুলোর ফরেনসিক পরীক্ষার প্রয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত ও সিঙ্গাপুরের সহায়তা নেয়া হবে।
কমিশনার আরো বলেন, জঙ্গি দমনে পুলিশের বিভিন্ন ইউনিটের পাশাপাশি প্রশিক্ষিত একটি বিশেষ ইউনিট করা হবে। এজন্য কাজ শুরু হয়েছে। জঙ্গি দমনে পুলিশ কোনোভাবেই পিছপা হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন