শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নির্বাচন বাতিলে তাবিথ আউয়ালের মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০২ এএম

অনিয়ম, দুর্নীতি ও গ্রহণযোগ্য দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বাতিলের মামলা করেছেন বিগত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। গতকাল সোমবার ঢাকার যুগ্ম জেলা জজ আদালত-১ এর বিচারক উৎপল ভট্টাচার্য আদালতে এ মামলা করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। মামলায় ৮ জনকে বিবাদী করা হয়েছে। তারা হলেন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার সচিব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের যুগ্ম সচিব (জয়েন্ট সেক্রেটারি) মো. আবুল কাশেম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকের প্রার্থী আহম্মেদ সাজেদুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী (বর্তমানে মেয়র) আতিকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকের প্রার্থী আনিসুর রহমান দেওয়ান, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির বাঘ প্রতীকের প্রার্থী শাহিন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ’র হাত পাখা প্রতীকের শেখ মো. ফজলে বারী মাসুদ। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের সেরেস্তার জাহাঙ্গীর আলম। সাংবাদিকদের তিনি জানান, এ বিষয়ে আদালত এখনও কোনও আদেশ দেননি।
বিচারক নথি পর্যালোচনা করে আদেশ দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন