করোনাভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুল তথ্য না ছড়ানোর বিষয়ে প্রতিশ্রুতি জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
জাকারবার্গ ফেসবুকে সবার উদ্দেশ্যে ম্যাসেজ দিয়ে বলেছেন করোনাভাইরাস নিয়ে ভুল তথ্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। আর এ থেকেই মানুষ মানসিক দিক থেকে আরো অসুস্থ হয়ে পড়ছে।
করোনাভাইরাস নিয়ে ফেসবুকে আর কোন ধরণের গুজব ছড়ানো হবে না বলেও প্রতিজ্ঞাবদ্ধ জাকারবার্গ। গত বৃহস্পতিবার কানাডিয়ান প্রেস রিপোর্টে উঠে এসেছে এমন একটি তথ্য।
বর্তমানে পুরো বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছে করোনা নিয়ে। এ পর্যন্ত করোনাতে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ৯২ হাজারের মত। সূত্র : বিবিসি।
মন্তব্য করুন