শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

মারা গেছেন আমিন হুদা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

৭৯ বছরের সাজাপ্রাপ্ত কয়েদি আমিন হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) প্রিজন সেলে গতকাল শুক্রবার তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাহবুবুল ইসলাম জানান, কয়েদি আমিন হুদা গতকাল বেলা একটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা গেছেন। তিনি হৃদরোগসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সাজা হওয়ার পর আমিন হুদা কারাগারে ছিলেন প্রায় সাত বছর ধরে। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
গতকাল বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবার কবির চৌধুরী দৈনিক ইনকিলাবকে জানান, তিনি অনেক রোগে ভুগছিলেন। তাই দীর্ঘ দিন থেকে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। গতকাল বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরো জানান, হাসপাতালে ভর্তির আগে আমিন হুদা কারাগারের সবার সাথে ভালো ব্যবহার করতেন। এছাড়াও নিয়মিত নামাজ আদায় করতেন। হাসপাতালে ভর্তির আগে তিনি একেবারে স্বাভাবিক জীবন-যাপন করেছেন বলে জানান কারাগারের ওই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন