শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইন্টার মেডিক্যাল কার্নিভ্যাল ও ফটোগ্রাফী এক্সিবিশন ২০২০ অনুষ্ঠিত

আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ-এ মুজিববর্ষ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

মুজিব বর্ষকে সামনে রেখে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে অনুষ্ঠিত হচ্ছে ইন্টার মেডিক্যাল কলেজ কার্নিভাল ও ফটোগ্রাফি এক্সিবিশন ২০২০। গতকাল শুক্রবার ঢাকা সেনানিবাসস্থ আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ (এ্এফএমসি)-প্রঙ্গণে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।-আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ নিয়মিতভাবে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেডি-কার্ণিভ্যাল, আর্ট ও ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করে থাকে। বিগত ছয় বছরের সাফল্যের পর নিজ ক্যাম্পাসের গন্ডি পেরিয়ে প্রথমবারের মত প্রায় ১৫ টির অধিক স্বনামধন্য মেডিকেল কলেজের দুই শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আরো আমন্ত্রিত থাকছেন প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহ, প্রফেসর ডা. আবিদ হোসেন মোল্লা ও প্রফেসর ডা. দ্বীন মোহাম্মদ প্রমুখ। এএফএমসি কার্নিভাল ক্লাব আয়োজিত মেডি কার্নিভালে থাকছে ডক্টরস ডিলেমা (কুইজ), মেডি স্পেলিং এবং পোস্টার উপস্থাপন প্রতিযোগিতা। এএফএমসি ফটোগ্রাফি ক্লাবের পক্ষ থেকে থাকছে ফটোগ্রাফি এক্সিবিশন। এই এক্সিবিশনের বিচারকমন্ডলী হিসেবে ছিলেন দেশখ্যাত ফ্রিল্যান্স ফটোগ্রাফার। সশস্ত্র বাহিনীতে মেধা সম্পন্ন চিকিৎসকের প্রয়োজনীয়তা, বিদ্যমান যোগ্য শিক্ষক মন্ডলী ও হাসপাতাল সুবিধাদি বিবেচনায় এনে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা ১৯ মার্চ এএফএমসি এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।-আইএসপিআর

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন