বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনায় জর্দা দিয়ে পান খেয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু

পাবনা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মার্চ, ২০২০, ৫:১৩ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত গ্রামে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র ইমরান হোসেন (১১) পানের সাথে ‘হাকিমপুরী’ জর্দা খেয়ে মৃত্যু বরণ করেছে বলে ধারণা করা হচ্ছে । সে ঐ গ্রামের মহিষবাতান গ্রামের আ: মান্নানের পুত্র এবং নন্দী মরিচ প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র ছিল । পুলিশ জানায়, ইমারানের পিতা-মাতা জর্দ্দা দিয়ে পান খান। এই দেখে ঐ স্কুল ছাত্রও পান জর্দা খাওয়া শুরু করে। মাঝে মধ্যে জর্দ্দা দিয়ে পান খেতো । গত শনিবার বিকালে সে জর্দ্দা দিয়ে পান খাওয়ার পর অসুস্থ্য হয়ে পড়লে বাড়িতে মাথায় পানি ঢেলে সুস্থ্য করার চেষ্টা ব্যর্থ হয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশু স্কুল ছাত্র ইমরান । খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) নাজমুল হক জানান, আজ রবিবার সকালে লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জর্দ্দার বিষক্রিয়া ইমরান মারা গেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
jack ali ৮ মার্চ, ২০২০, ৫:৩৮ পিএম says : 0
Each and every scientist around the world claimed that Tobacco is the greatest Drug.. According to the Law of Allah which is harm full for health and the environment then it is Harrm.. When a person smoke Bidi/Cigareet.. he inhale 7000 posion and when he exhale, he exhale 7000 poison in the environment.. Passive smoking [those who do not smoke] they are affected by the smokers... We must banned any kind of Tobacco product in our country....
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন